টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে মহান বিজয় দিবসের তাৎপর্য আলোচনা । 706 0
টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে মহান বিজয় দিবসের তাৎপর্য আলোচনা ।
শেখ রাজীব হাসান:
টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল গতকাল বুধবার অধ্যক্ষ মো:আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং সাবেক শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ পরিচালনা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো:জয়নাল আবেদীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের কলেজ ইনচার্জ মাহবুবুল আলম,শিক্ষক প্রতিনিধি কামাল হোসেন,প্রভাতি শাখার সহকারী প্রধান আবুল হোসেন শেখ,আমজাদ হোসেন,সুরুজ আল মামুন,প্রভাষক লতিফা পারভীন,শাহিদা খানম হিরা, জাহান আরা বেগম, রাখী শাহা, প্রভাষক হারুন অর রশিদ, আহসান উল্লাহ,সানা উল্লা,মাওলানা জাহাঙ্গীর আলম,মো: শাহ আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।